প্রবাসীদের মুখের হাসি — লুকানো হাজারো কান্নার গল্প


 বিদেশে পা রাখা মানেই যেন একটা নতুন জীবন শুরু করা। নতুন দেশ, নতুন মানুষ, নতুন ভাষা—সবকিছুই অচেনা। অথচ প্রবাসীদের মুখে সবসময়ই দেখা যায় এক চেনা হাসি। সোশ্যাল মিডিয়ার ছবিতে সেই হাসিটা ঝলমল করে, যেন জীবনের সব সুখ সেখানেই জমা। অথচ কেউ বুঝে না, সেই হাসির আড়ালে লুকিয়ে আছে কত অশ্রু, কত না বলা কষ্ট।


রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা কাজ, শরীর যখন ভেঙে পড়ে—তখনও ফোনের ওপারে থাকা মায়ের কণ্ঠে হাসি ধরে রাখতে হয়। বলতেই হয়, “ভালো আছি মা, চিন্তা কইরো না।” কারণ মা জানলে কাঁদবে, আর সেই কান্না এক প্রবাসী সন্তানের হৃদয় ভেঙে দেবে। তাই চোখের পানি গিলে মুখে হেসে যেতে হয়।


বন্ধু-বান্ধবের বিয়ে, ঈদের খুশি, জন্মদিনের কেক—সব কিছুতেই শুধু অনুপস্থিতি। ভিডিও কলে দেখা হয়, কিন্তু ছোঁয়া যায় না। হাসি দিয়ে সবার সাথে খুশি ভাগাভাগি করতে হয়, আর নিজের ভিতরের শূন্যতাকে চাপা দিতে হয় নিঃশব্দে।


প্রবাসীদের হাসিটা যেন একটা মুখোশ—যেটা পরে তারা বাঁচার অভিনয় করে। কারণ এই যুদ্ধটা শুধু টাকার জন্য নয়, ভালোবাসার জন্য, দায়িত্বের জন্য, পরিবারের মুখে সুখের ছোঁয়া আনার জন্য। তাই সবকিছু সয়ে নিয়েও তারা বলে, “ভালো আছি।” মুখে থাকে হাসি, আর মনে জমে থাকে পাহাড়সম কষ্ট।


প্রবাসীদের হাসির পেছনে আছে সেই সমস্ত ত্যাগ, যেগুলো আমরা কেবল অনুভব করতে পারি, কিন্তু কখনও পুরোপুরি বুঝতে পারি না...

লেখক :- মোহাম্মদ মামুনুল ইসলাম চৌধুরী 

সৌদি আরব প্রবাসী 

Comments

Popular posts from this blog

প্রবাসীর জীবনে বাস্তব কিছু কথা…

একটা সাদা ফুলের গল্প

একবার যে পুরুষটা বাড়ি ছাড়ে, তার আর ফিরে আসা হয় না...