একবার যে পুরুষটা বাড়ি ছাড়ে, তার আর ফিরে আসা হয় না...


 পুরুষ মানুষ ক্যারিয়ার গড়ার বাহানায় একবার বাড়ি ছাড়লে, তার আর কখনোই স্থায়ীভাবে বাড়ি ফেরা হয় না..!!


ছোটবেলায় যাকে সবাই "আমার ছেলেটা অনেক দূর যাবে" বলে আশীর্বাদ করেছিল—সে সত্যিই অনেক দূরে চলে যায়। দূরত্বটা কেবল কিলোমিটারে মাপা যায় না, মাপা যায় চোখের জল, ফেলে আসা বিকেল, মায়ের ডাকা সেই চেনা নাম ধরে, বাবার ভোরের চা হাতে অপেক্ষায় থাকা মুহূর্তগুলো দিয়ে।


প্রবাসী পুরুষটা শুধু অর্থ উপার্জনের জন্য বাড়ি ছাড়ে না—সে ছাড়ে নিজের আরাম, ভালোবাসা, প্রিয় মুখ, প্রিয় শহর আর নিজের অস্তিত্বের শিকড়। নতুন দেশে, নতুন নিয়মে, নতুন ভাষায়, নতুন সময়ের ঘূর্ণিতে সে নিজেকে খাপ খাওয়াতে গিয়ে নিজেরই অনেকটা হারিয়ে ফেলে।


তার জীবনটা সময়ের সাথে একটা হিসেবি যন্ত্রে পরিণত হয়—কত টাকা পাঠালাম, কত মাস ছুটি নেইনি, কত বছর ছেলেমেয়েকে চোখে দেখিনি। মাঝে মাঝে ছবি দেখে কান্না আসে, ভিডিও কলেও গলার কাঁপুনি লুকানো যায় না।


তবুও ফিরে যাওয়া হয় না। কেন জানো?

কারণ সময় চলে যায়, সম্পর্কের ব্যবধান বাড়ে, নিজের জায়গাটাই পর হয়ে যায়। কেউ বলে—"তুমি তো বাইরেই ভালো", কেউ আর অপেক্ষা করে না সেই রাত্রির বিমানের শব্দ শোনার জন্য।


পুরুষ মানুষটার ফেরা হয় না, কারণ সে কেবল একজন প্রবাসী না—সে একটা দায়িত্বে বন্দী জীবন্ত মানুষ, যার জীবনের লক্ষ্য একটাই—সবার মুখে হাসি ফোটানো, নিজের কষ্ট চেপে রেখে।


তাই বলি— যে পুরুষটা প্রবাসে, একটু খেয়াল রাখো তার প্রতি। কখনো কখনো শুধু "ভাই কেমন আছো?" এই কথাটাই তাকে নতুন দিনের সাহস জোগায়।


লেখক:- মোহাম্মদ মামুনুল ইসলাম চৌধুরী 

সৌদি আরব প্রবাসী 

Comments

Popular posts from this blog

প্রবাসীর জীবনে বাস্তব কিছু কথা…

একটা সাদা ফুলের গল্প