চোখের কোণায় জমে থাকা আমার নীরব স্বপ্নগুলো


 

স্বপ্নগুলো এখনও আমার চোখে জ্বলে…

আমার চোখের কোণায় কত স্বপ্ন জমে আছে জানো?

নরম আলো ছড়ানো দুইটা ছোট্ট প্রদীপের মতো—

যে আলোটা বাইরে থেকে কেউ ঠিকমতো দেখতে পায় না,

কিন্তু আমার ভিতরের আকাশটাকে এখনো আলোকিত করে রাখে।


আমার ভেতরে যে মানুষটা আছে,

সে খুব নরম…

খুব চুপচাপ…

অনেক কিছু সহ্য করে,

অনেক কিছু নিজের মধ্যেই জমা রাখে।

তবুও আমার স্বপ্নগুলো—

আজও বেঁচে আছে, আজও আকাশ ছুঁতে চায়।


জীবনের কত কঠিন পথ আমি একা হেঁটেছি,

কত না-পাওয়ার ব্যথা হাসির আড়ালে লুকিয়ে রেখেছি—

এগুলো কেউ জানে না।

মানুষ শুধু আমার শক্ত দিকটা দেখে,

কিন্তু ভিতরের ক্লান্ত মানুষটার গল্পটা কেউ শোনে না।


তবুও আমার চোখে এখনো স্বপ্ন আছে—

এটাই আমার সবচেয়ে বড় শক্তি।

আমি হার মানিনি,

আমি থামিনি,

আমি নিজেকে ভাঙতে দেইনি…

যতবার জীবন আমাকে ধাক্কা দিয়েছে,

ততবার আমি আবার নতুন করে দাঁড়িয়েছি।


আমার একটু হাসির ভেতরেও কত কষ্ট লুকিয়ে থাকে,

কত গভীরতা থাকে আমার নীরব চোখের ভিতর।

তবুও আমি সবার জন্য ভালো চাই,

নিজেরটা শেষ পর্যন্ত আগলে রাখি।


হয়তো আমারও কিছু স্বপ্ন আছে

যেগুলো কাউকে বলা হয়নি আজো…

কিন্তু আমি বিশ্বাস করি—

যে স্বপ্নগুলো আমি বুকের কাছে এত যত্নে রেখেছি,

সেগুলো একদিন আমারই জীবনে আলো হয়ে ফিরে আসবে।


নিরব রাতে আমার মনের আকাশ ছাড়িয়ে

দূর কোথাও উড়ে যাবে,

আর আমার জীবন বদলে দেবে—

খুব নরম, খুব শান্ত, খুব সুন্দরভাবে।


কারণ আমি…

আমার নিজের মতো করে লড়াই করা মানুষ,

চোখের কোণায় জমে থাকা স্বপ্ন বাঁচিয়ে রাখা মানুষ…

একদিন অবশ্যই আমার স্বপ্নের আকাশ ছুঁবো।


লেখক :- মোহাম্মদ মামুনুল ইসলাম চৌধুরী 

সৌদি আরব প্রবাসী 

Comments

Popular posts from this blog

মায়ের কোল থেকে প্রবাস—ভালোবাসার দূরত্ব নয়

প্রবাসীর জীবনে বাস্তব কিছু কথা…

একটা সাদা ফুলের গল্প