আমার আমি



আমি অতি সাধারন একটা মানুষ ………

পৃথিবীর প্রতিটি মানুষের কিছু আশা-আকাংখা থাকে, থাকে সীমাহীন স্বপ্ন।
যেখানে সে তার জীবনকে সাজায় একিবারে নিজের মতোকরে। আমারো তেমন একান্ত কিছু স্বপ্ন আছে, যা আমাকে ভালো কিছু করার প্রেরনা যোগায়।

জীবনে কখনো প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব মেলানোর চেষ্টা করিনি, হিসেব মেলানোর কোনো ব্যর্থ চেষ্টাও আমার নেই। যেকোনো মুহুর্তকে সহজে গ্রহন করার মানসিকতা লালন করি আমি, জীবনকে সব সময় বুঝতে চেষ্টা করেছি অতি-স্বাভাবিক ভাবে।

বন্ধুরা বলে আমি নাকি বিপদেও হাসতে পারি, আমি আসলে আপদ-বিপদ এর অর্থ খুঁজিনা।
আমি বুঝতে চেষ্টাকরি এই পৃথিবীতে যা ঘটমান, তার সবই স্বাভাবিক। এখানে অস্বাভাবিক অথবা হতেইপারেনা নামক শব্দের কোনো স্থান নেই।
ক্রম পরিবর্তনশীল পৃথিবীর সাথে আমিও পরিবর্তীত হচ্ছি অনবরত।

আমি এখনো বিশ্বাস করি এই পৃথীবিতে ভালো মানুষের সংখ্যাই সবচেয়ে বেশি, যারা খারাপ কাজে লিপ্ত তারা কেবলি পরিস্থিতির শিকার।
সব সময় আশীর্বাদ করি জগতের সকল ভালো মানুষ সুখে থাকুক, অন্যায়কারীর বিবেক জাগ্রত হোক।
সৌন্দর্য্য গুলো দেহ ছাড়িয়ে মন পর্যন্ত পৌছে যাক, শুভহোক সকল মঙ্গল প্রয়াস…


Comments

Popular posts from this blog

মায়ের কোল থেকে প্রবাস—ভালোবাসার দূরত্ব নয়

প্রবাসীর জীবনে বাস্তব কিছু কথা…

একটা সাদা ফুলের গল্প