তুমি-ই আমার জগৎ 🫰
পরিচয়টা আমাদের খুব বেশি দিনের নয়। কিন্তু মনে হয় সহস্র বছর ধরে এই মানুষটাকে আমি চিনি। যেনো তার সবকিছু আমার চেনা অনেক জানা। মানুষটারো ঠিক তাই। মনে হয় এই মানুষটাকে পাবো দেখেই পিছনে রেখে এসেছি কষ্টের সব পথ। একদিন তো তাকে বলেই বসলাম," আসলে তো আসলে তবে এতো পরে কেনো, কতো কিছু সইতে হয়েছে আমাকে জানো তুমি "। ও তখন মুচকি হাসি দিয়ে বলে এই তো চলে এসেছি, কোথাও আর যাবো না।
আমি শুধু অবাক হয়ে ভাবি কি করে কেউ এতো যত্ন নিয়ে ভালোবাসতে পারে তাও আমার মতোন খুব সাধারণ একটা মানুষকে। যার মধ্যে আহামরি কিছুর আবেশ নেই। চোখের পানি ফেলতে ফেলতে অভ্যাস হয়ে গেছে বলে নাকি জানি না ওর এতো ভালবাসার ক্ষমতা দেখে আমার চোখে পানি আসে। কি করে এতো মায়া নিয়ে কেউ ভালবাসতে পারে আমার জানা ছিলো না। শুধু তোমায় পেয়েছি বলে প্রতিটিক্ষণ কতোটা আনন্দে থাকি বলে বোঝাতে পারবো না।
দুষ্টামির ছলে তোমার আজ বললাম বাসায় আসো তাড়াতাড়ি ,শাস্তি অপেক্ষা করছে তোমার জন্য। তুমি তখন গলা নামিয়ে বললে আমি পাশে নেই এখন এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে। কি করে তুমি এতো ভালোবাসতে পারো আমাকে আমার জানা নেই। সমস্ত মায়া নিয়ে বসে আছে তোমার ঐ এক জোড়া চোখ। যার মায়াতে প্রতিদিন একটু একটু করে ভুলে যাচ্ছি নিজেকে।
তোমার আবেশ যে কতোটা প্রখর আমার জীবনে যদি বোঝাতে পারতাম তোমায়। তোমায় পাওয়ার পর থেকে খুব আজব যে কথাটা মাথায় ঘুরছে তা হলো যদি এখন মরেও যাই কোন আফসোস থাকবে না আমার। যা চেয়েছি তার থেকে হাজার গুণ বেশি দিয়েছো তুমি আমায়। এবার হাসতে হাসতে মরে যেতেও আপত্তি নেই আমার। সব পেয়ে দুনিয়ার হিসাব চুকাতে আমি পারবো অনায়াসে। তোমায় পেয়েছি আমি এর থেকে বেশি কিছু্র চাওয়া আমার ছিলো না।

Comments
Post a Comment