করোনা রোগী শনাক্তের পর চট্টগ্রাম নগরীর ৬ ভবন লকডাউন
করোনা রোগী শনাক্তের পর নগরীর ৬ ভবন লকডাউন
৪ এপ্রিল, ২০২০
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর ওই ব্যক্তির বাসাসহ মোট ছয় ভবন লকডাউন করা হয়েছে।
শুক্রবার ফৌজদারহাট বিআইটিআইডিতে করোনা পরীক্ষার পর দামপাড়া এলাকার এক বাসিন্দার করোনা পজেটিভ আসে। তিনি বর্তমানে জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, দামপাড়ার বাসিন্দা ওই ব্যক্তি দোতলা একটি ভবনের মালিক।
পুলিশ আরো জানান, ১২ মার্চ ওই ব্যক্তির মেয়ে ও তার শাশুড়ি ওমরা শেষে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে চট্টগ্রামে আসেন। মেয়ের শাশুড়ি সাতকানিয়া বাড়িতে চলে যান। আর মেয়ে তার বাসায় আছেন।
সিএমপির দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মো. আব্দুর রউফ জানান, দামপাড়ার বাসিন্দা ওই ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তার বাসাসহ মোট ছয় ভবন লকডাউন করে দেওয়া হয়েছে। সেখানের বাসিন্দারা আপতত কেউ ভবন ছাড়তে পারবেন না
covid 19
covid 19

Comments
Post a Comment