Posts

Showing posts from January, 2025

নুপুর! তুমি কার পায়ে বাঁজো এতো সুমধুর?

Image
ছবি:- সুমাইয়া জান্নাত   নুপুর! নুপুর! নুপুর! তুমি কার পায়ে বাঁজো এতো সুমধুর? তোমার নুপুরের ছন্দে,  আমার মন মন্দিরে আজ বসন্তের হিমেল হাওয়া বইছে  কে গো তুমি মায়াবিনী? মায়ার জালে বেধেছো আমায় তোমার নুপুরের ছন্দে, আমার হৃদয়ে জাগিল আশার জোয়ার কে গো তুমি সঞ্চারিনী? মনমুগ্ধ করেছো আমায় তোমার নুপুরের ছন্দে মন যে আমার হয়েছে ব্যাকুল  কে গো তুমি মন হরিণী?  আমার মন যে তুমি করেছো হরণ  তুমি বার বার এসেও কেন ফিরে যাও  আবার তোমার দেখা না পেলে সবি যে মিথ্যে হবে আমার আমি তোমার লাগিয়া আছি যে পথ চাহিয়া  তবে কি তুমি দিবে গো দেখা?  কে গো তুমি স্বপ্নচারীনি?  মাঝে মাঝে স্বপ্নে এসে দাও দেখা  তোমার নুপুরের সেই সুর আজও আমার হৃদয়ে বাঁজে  সে যেন আপন করে নিতে চায় আমায়  সে যেন আমায় নিয়ে ছুটে যেতে চায়  স্বপ্নের ঠিকানায়  এ মন তোমায় খুঁজে আজ দিশেহারা  তুমি কি দিবে আমার মনের ডাকে সাড়া?

তুমি-ই আমার জগৎ 🫰

Image
    ছবি :- সুমাইয়া জান্নাত   পরিচয়টা আমাদের খুব বেশি দিনের নয়। কিন্তু মনে হয় সহস্র বছর ধরে এই মানুষটাকে আমি চিনি। যেনো তার সবকিছু আমার চেনা অনেক জানা। মানুষটারো ঠিক তাই। মনে হয় এই মানুষটাকে পাবো দেখেই পিছনে রেখে এসেছি কষ্টের সব পথ। একদিন তো তাকে বলেই বসলাম," আসলে তো আসলে তবে এতো পরে কেনো, কতো কিছু সইতে হয়েছে আমাকে জানো তুমি "। ও তখন মুচকি হাসি দিয়ে বলে এই তো চলে এসেছি, কোথাও আর যাবো না। আমি শুধু অবাক হয়ে ভাবি কি করে কেউ এতো যত্ন নিয়ে ভালোবাসতে পারে তাও আমার মতোন খুব সাধারণ একটা মানুষকে। যার মধ্যে আহামরি কিছুর আবেশ নেই। চোখের পানি ফেলতে ফেলতে অভ্যাস হয়ে গেছে বলে নাকি জানি না ওর এতো ভালবাসার ক্ষমতা দেখে আমার চোখে পানি আসে। কি করে এতো মায়া নিয়ে কেউ ভালবাসতে পারে আমার জানা ছিলো না। শুধু তোমায় পেয়েছি বলে প্রতিটিক্ষণ কতোটা আনন্দে থাকি বলে বোঝাতে পারবো না। দুষ্টামির ছলে তোমার আজ বললাম বাসায় আসো তাড়াতাড়ি ,শাস্তি অপেক্ষা করছে তোমার জন্য। তুমি তখন গলা নামিয়ে বললে আমি পাশে নেই এখন এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে। কি করে তুমি এতো ভালোবাসতে পারো আমাকে আমার জানা নেই। সমস্ত মায়া ন...