তোমার কাছে যাবো মা

বাড়ির সামনে পথ। ঘুমিয়ে পড়েছে। শান্ত, নির্জন, যানহীন, জনহীন। পথ যেন প্রতিকৃতি। তাকে দেখে সময়ের অবস্থা বোঝা যায়। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা,বোন,ছোট ভাই ভাবে, এই ঘুম কবে ভাঙবে? এ সময় মুঠোফোন বাজে। সাত সমুদ্রের ওপার থেকে বড় ছেলে মামুন (আমি) ডাক দিয়েছে। ছোট বোনের উদ্বেগ, ‘মা তুমি বাইরে গেছ? পাচ্ছি না কেন?’ ‘আমি তো ঘরেই।’ ‘তোমাকে সৌদি আরব থেকে বড় ভাইয়া (আমি) ফোন করেছিল। তোমাকে না পেয়ে ভাইয়া অস্থির।’ ‘কেন?’ মায়ের প্রশ্নে অবাক হয়ে বোন বলে, ‘এই দুর্দিনে দেশের সবার জন্য প্রাণ কাঁদছে সবার। মা, তোমার কাছে যাব।’ বাবা,বোন,ছোট ভাই ভাবে, পৃথিবীর সব বাড়ির সামনে পথগুলো ঘুমিয়ে পড়েছে। এই ঘুম কবে ভাঙ্গবে??? মোহাম্মদ মামুনুল ইসলাম চৌধুরী সৌদি আরব, রিয়াদ