সিলেটে করোনা আক্রান্ত শিশুর দেখাশোনা করছেন ‘মা’

সিলেটে করোনা আক্রান্ত শিশুর দেখাশোনা করছেন ‘মা’ করোনা রোগী শুনলেই কেউ কাছে আসে না। এমনকি আক্রান্ত ব্যক্তির বাড়ির কাছেও যায় না কেউ। এই মহামারিতে মারা গেলে পরিবারের স্বজনরা পর্যন্ত মুখ দেখতে চায় না। সন্তানরা পিতা-মাতার দাফনে অনুপস্থিত থাকে। করোনা আক্রান্ত সন্দেহে মাকে গহীন জঙ্গলে ফেলে আসে সন্তানরা। কিন্তু মা, তিনি-তো স্বর্গের দূত। তিনি করোনা আক্রান্ত সন্তানকে ফেলে যেতে চান না। আরও বড় কোনো রোগ কিংবা শোকে মা-ই আগলে রাখেন সন্তানকে। মায়ের মমতার আরেক অনন্য নজির স্থাপন করলেন বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামের এক ‘মা’। তার ৯ বছরের ছেলে সায়েম আহমদ এখন করোনা আক্রান্ত। সোমবার রাতে ওই ছেলের করোনা পজিটিভ ধরা পড়ে। সায়েম এখন চতুর্থ শ্রেণিতে পড়ে। তার পিতা আবুল কালাম সম্প্রতি করোনায় মৃত একজনের সংস্পর্শে এসেছিলেন। আবুল কাশেম নামের ওই করোনা রোগী সিলেট সামসুদ্দীন হাসপাতালে মারা যান। আবুল কাশেম এবং আবুল কালাম ঘনিষ্ঠ আত্মীয়। এ সুবাধে কালাম মৃত কাশেমের সাথে সরাসরি সংস্পর্শে যান। বর্তমানে কালাম কাশেমের বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। তিনি মাত্র একদিনের জন্য নিজ বাড়ি নালবহরে আসেন। আর এতে...